Search

Training on Medical Waste Management for City Corporation Workers in Narayanganj City Corporation (NCC) Area

 

অদ্য ১৪ মার্চ ২০২২ সোমবার নারায়ণগঞ্জের নগর ভবনে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ ১৫৬ জন পরিচ্ছন্ন কর্মী কে প্রশিক্ষণ প্রদান করা হয়। পর্যায়ক্রমে নগরীর ১২০০ পরিচ্ছন্ন কর্মী কে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে পরিচ্ছন্ন কর্মীরা জৈব বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সুরক্ষা, সক্ষমতা ও নিরাপত্তার বিষয়ে সম্যক ধারণা অর্জন করবে। এতে করে নগরের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার বিষয়টি আরো উন্নত হবে। উক্ত প্রশিক্ষণে সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল। প্রশিক্ষক হিসেবে ছিলেন ডাঃ রেজাউল হাসান, ডাঃ ফারজানা ও ডাঃ শরীফ হাসান। ওয়েস্ট কনসার্ন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। যা বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর (DO)এর সহায়তায় এবং উন্নয়ন সংস্থা (FCDO) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।